আগামী ফেব্র“য়ারিতে নির্বাচন হতেই হবে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এক কর্মী সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবার উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতেই হবে, কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। জাতি ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, ফ্যাস্টিস আওয়ামীলীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ছিল। আমাদের সর্তক থাকতে হবে একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করার নানাবিধ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ তার ইন্ধন দিচ্ছে। ২৭ আগষ্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ৩ ঘটিকায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার উপদেষ্টা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন সহ অন্যান্য। দ্বিতীয় পর্যায়ে আমরা বিএনপি পরিবার আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং আমরা বিএনপি পরিবার আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জামালপুর জেলায় ২৪ এর ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অটোরিক্সা প্রদান করে আমরা বিএনপি পরিবার।