নরুন্দি প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা বাঁশ চড়া ইউনিয়ন গোপালপুর বাজার কলেজ রোড়ে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় অজ্ঞাত বয়স্ক মহিলা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। গত ২৭ আগস্ট, বুধবার সকাল ১১ ঘটিকায় সময় গোপালপুর বাজারের কলেজ রোডের পাকা রাস্তা পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়র গ্রামবাসী জানান মরদেহটি দেখতে পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ কে জানালে এসআই আশরাফ এসআই কাশেমসহ সঙ্গী ও ফোস নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি হার্ট অ্যাটাকে মারা গিয়াছেন বলে মনে করেছেন পুলিশ তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া দিন রয়েছে বলে জানান এবং তদন্ত শুরু করেছে। লাশের ছবি সামাজিকভাবে ফেসবুকে আপলোড দেয় সনাক্ত করার জন্য জেলা ও উপজেলায় থানায় যোগাযোগ করা হচ্ছে এবং আশপাশের লোকজনের কাছে নিহতের বিষয়ে পরিচয় জানতে চাইলে কেউ তার পরিচয় সনাক্ত করতে পারে নাই রাস্তার আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ৷
জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
