ইসলামপুরে নানা আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর ও সহযোগী সংগঠনের আয়োজনে আডিটরিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন-প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন। এ সময় তিনি আগামী নির্বাচন অবাধ সুস্থ হওয়ার আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানূর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির আহমেদ বিপুল,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুবদল আহবায়ক হেলাল উদ্দিন,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমূখ বক্তব্য রাখেন। পরে বণ্যার্ঢ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারপারসনের এ এস এম আব্দুল হালিমের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন- প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। দেশের জনশক্তির কর্মসংস্থান দেওয়াই বিএনপির অন্যতম লক্ষ্য। আগামীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও বিকালে সরকারী ইসলামপুর কলেজ মাঠ থেকে সম্ভাব্য এমপি প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান বলেন-
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন দেশুেপ্রম, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। কেন্দ্রীয় নির্দেশ নিয়ে এলাকাবাসীর সমস্যা- সমাধান ও খোঁজ খবর সহ দলীয় কাজ করছেন ইসলামপুরবাসী সুযোগ দিলে তিনি অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবো। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক,উপজেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক পনির আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী অংশ নেন।