সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ আদালতে দুটি মামলা চলমান রেখে প্রবাস জীবন কাটাতে সৌদি আরব চলে গেলেন স্ত্রী কতৃক দায়ের করা মামলার আসামি এনামুল হক। এনামুল হক বিজয় (২৮) পিতা মিরাজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়নের ক্ষিদির পুর গ্রামের বাসিন্দা। বিয়ে করেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া নিবাসী আহমেদ কবির চৌধুরীর কন্যা ওয়াকিরা চৌধুরী তান্নীকে। বিয়ের পর তাদের ওরষে দুটি সন্তান জন্ম লাভ করে। ছেলে আয়ান (৪) এবং ১৭ মাস বয়সী কন্যা আরহী। সন্তান লাভের পরবর্তী জীবনে স্ত্রী ওয়াকিরা চৌধুরী যৌতুকের শিকার হন। স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে আমল গ্রহণ কারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শান্তিগঞ্জ সি আর মামলা নং ২৬৭/২৪ এবং সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত সদর সুনামগঞ্জের পারিবারিক মোকদ্দমা নং ০৭/২৫ইং দায়ের করেন। দুটি মামলা আদালতে চলমান অবস্থায় এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পর কিভাবে সে সৌদি আরবে পাড়ি দিলো এ নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওয়াকিরা চৌধুরী পিত্রালয়ে অবস্থান রেখে দুই সন্তান নিয়ে অমানবিক জীবন যাপন করছেন। চলমান দুই মামলা এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পরও সে কিভাবে সৌদি আরবে পাড়ি জমালো এ বিষয়টি কারও বোধগম্য হচ্ছে না। মামলা দুটি নিষ্পত্তির পথে। এমন সময় এসে নাজমুল বিদেশ চলে যাওয়ায় সন্তান দুটির ভরন পোষণ করবে কে এ নিয়ে দুশ্চিন্তায় ওয়াকিরা চৌধুরী।
দুই শিশু সন্তান নিয়ে সুনামগঞ্জে মানবেতর জীবনকাটাচ্ছেন ওয়াকিরা
