জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে গত সোমবার ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
উন্নয়ন সংঘের সিডস কর্মসুচির উদ্যোগে জামালপুর জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে, ব্রিজ স্কুলে ও সিবিওসহ বিভিন্ন কমিউনিটিতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সিডস কর্মএলাকার ১২ টি ইউনিয়নে ২৯ টি কমিউনিটিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, কিশোরী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন-সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির যুগে এর গুরুত্ব অনেক। মাতৃভাষায় পড়া, লেখা, যোগাযোগ ও হিসাব- নিকাশের দক্ষতা বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাক্ষরতার বিকল্প নেই। কমিউনিটির সবাইকে সাক্ষরতার আওতায় আনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, সংলাপের কিশোরী এবং সিবিও প্রতিনিধগণ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। আলোচনা শেষে সবাই ব্রাউন পেপারে স্বাক্ষর করেন। দিবসটি উৎযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ সায়েদুল ইসলাম। স্ট্রমি ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়।