খাদেমুল ইসলাম : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উঅঊ)-এর নীতি ও সেবা সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ও ১০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার এই কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ- চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ-চিকাজানী, হাতীভাঙ্গা-পাররামরামপুর তিনটি গ্রুপে ভাগ করে তিনটি পৃথক স্থানে দিনব্যাপী এই সভাগুলো অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল কৃষকসহ স্থানীয় জনসাধারণকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন নীতি, সুবিধা ও তাদের অধিকার সম্পর্কে অবগত করা। সভায় উঅঊ’র বিদ্যমান নীতিমালা, সেবা এবং নিয়মকানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। একইসাথে, কৃষিকাজে আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ও সার ব্যবহারের বিষয়েও সচেতনতা বাড়ানো হয়। এই উদ্যোগের মাধ্যমে ডিএই এবং সাধারণ জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এঊঝগওঘ প্রকল্পের কর্মীরা জানান, ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (ঈঠঅ) কার্যক্রমের অংশ হিসেবে এই সভার মাধ্যমে কৃষকরা ডিএই-এর সিটিজেন চার্টার ও জাতীয় কৃষি নীতি-২০১৮ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। আশা করা হচ্ছে, নিয়মিত আলোচনার মাধ্যমে ডিএই-এর সেবাগুলো কৃষকদের চাহিদা পূরণে আরও কার্যকর হবে। এই ধরনের আয়োজনের মাধ্যমে কৃষক, গণমাধ্যম কর্মী এবং ডিএই কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ়, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে নীতিমালাগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে কাজ করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা নিয়ে দেওয়ানগঞ্জে জনসচেতনতামূলক সভা
