নরসিংদীতে শাহিনুর হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী মডেল থানার অধীন করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাহিনুর আক্তার (২২) হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত শাহিনুরের বাবা মোহাম্মদ বাবুল মিয়া, মা আসমত আরা বেগমসহ স্বজনরা অভিযোগ করেন, ০৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ থাকার পর ০৭ সেপ্টেম্বর সকালে শাহিনুরের মরদেহ তার বাবার বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ তার শ্বশুর মোহাম্মদ মোহন মিয়া ও শ্বাশুড়ি মোহাম্মদ মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করলে ও পরে ছেড়ে দেয় বলে অভিযোগ স্বজনদের । বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে তারা জানান। মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি গাজী মনিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।