দেওয়ানগঞ্জে নব-বিবাহিত নারীর মৃত্যুর সন্দেহে জিজ্ঞাসাবাদে স্বামী শ্বশুড় শাশুড়ী আটক

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে সুমাইয়া (১৮) নামে এক নব বধুর মৃত্যুর বিষয় নিয়ে সন্দেহে স্বামী শ্বশুড় শাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। সুমাইয়া জেলার ইসলামপুর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত শহিদ মিয়া ও মাতা নিলুফা আক্তারের কন্যা। ৮ মাস আগে সুমাইয়ার বিয়ে হয় দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের বীর উৎমার চর গ্রামের মোঃ সোনা মিয়া ও মাতা খালেদা বেগমের পুত্র সুমন মিয়ার সাথে। গত ১১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রাতে স্বামীর বাড়ীতে মারা যায় সুমাইয়া। কীভাবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারেনা। স্বামীর পক্ষ থেকে ফোন করে সুমাইয়ার বাড়ীতে জানানো হয়েছে সুমাইয়া স্ট্রোকজনিত কারণে মারা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হলে পুলিশ সুমাইয়ার স্বামী, শ^শুড় ও শাশুড়ীকে জিজ্ঞাসাবাদের লক্ষে দেওয়ানগঞ্জ মডেল থানায় এনে আটক রাখা হয়েছে। সুমাইয়ার লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান এ সাংবাদিককে জানান, সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে পরষ্পর বিরোধী কথাবার্তা ও সন্দেহের দিকে লক্ষ করে প্রকৃত বিষয় জানার উদ্দেশ্যে তাদের কে থানায় আটক রাখা হয়েছে। প্রকৃত ঘটনা জানা যাবে পোস্ট মর্টেম রিপোর্টের পরে।