নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে মেলান্দহে দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। গ্রেফতার দুলাল মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরখাবুলিয়া এলাকার শামছুল সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদক বিরুধী অভিযান পরিচালনা করে। অভিযানে মেলান্দহ বাজারের ছাগল হাটি এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া এলাকার শামছুল সর্দারের ছেলে দুলাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার নিকট থেকে ৪১টি প্যাকেট থেকে দুই হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক মুল্য ছয় লক্ষ ১৫ হাজার টাকা। এসময় তার স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। পরে মেলান্দহ থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, দুই হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।
মেলান্দহে দুই হাজার ৫০পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
