জামালপুরে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখা এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ উপলক্ষে শহরের পিটিআই মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি শামছুদ্দিন, সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন, হেফজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী আকবরসহ আরও অনেকে। এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানান। পরে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখা নেতৃবৃন্দ প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।