মেজর মান্নানের ৮৬তম জন্মদিন পালন করে নেতা কর্মীরা

সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সংদস্য এবং বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ৮৬তম জন্মদিন  (১৫ সেপ্টেম্বর)। মেজর (অব:) আবদুল মান্নান একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও শিল্পোদ্যক্তা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১৮ সালে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৪ সালে সংসদ থেকে পদত্যাগ করে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেন। তিনি বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি দলটির নির্বাহী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। জন্মদিনে বিকল্পধারার নেতা কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁর জন্মদিন আনুষ্ঠানিকভাবে ১৬ সেপ্টেম্বর পালন করা হয়।

জন্মদিন অনুষ্ঠানে মেজর মান্নান বলেন, “বিকল্পধারা বাংলাদেশ তিনটি উদ্দেশ্য নিয়ে তাদের কর্মসূচি প্রণয়ন করেছিল:
১. দুর্নীতিমুক্ত, ২. সন্ত্রাসমুক্ত এবং ৩. দারিদ্রমুক্ত। বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক দারিদ্র্য অনেকটা কমলেও দুর্নীতি কমে নাই। সুতরাং বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আমরা যদি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারতাম তাহলে দারিদ্র শূন্যের কাছে নেমে আসত।বাংলাদেশ মুসলমানের দেশ এখানে আল্লাহর রহমত আছে।’

আবদুল মান্নান পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরীজীবন শুরু করেন এবং ১৯৮০’র দশকে পোশাক কারখানা স্থাপনের মাধ্যমে বিশেষ সাফল্য লাভ করেন। বাংলাদেশে ওয়াইম্যাক্স ইনটারনেট সার্ভিস প্রদানে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেন। তিনি বাংলালায়ন ওয়াইম্যাক্স, সানম্যান গ্রুপ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সানম্যান গ্রুপ ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যে যে উল্লেখযোগ্য হল, ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড, পানীয়, এয়ারলাইন্স ও ওষুধ ব্যবসা ইত্যাদি।

মেজর মান্নান ১৯৪০ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক প্রভাবশালী জমিদার পরিবারে জন্ম নেন। তার পিতার নাম ইসহাক মিয়া। চার ভাই চার বোনের মাঝে তিনি সবার বড়। তিনি নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক পর্যায় শেষ করে ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যম সম্পন্ন করেন। এরপর তিনি তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। তিনি সমাজসেবক হিসাবে কলেজ ও বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

জন্মদিনের অনুষ্ঠানে মেজর মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানান, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মহসিন চৌধুরী, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, আরও শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম বুলু, মারুফ হাসান কাজল, মাজহারুল ইসলাম শিহাব, মিজানুর রহমান চন্দন, আলামিন প্রমূখ ।