নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ৪র্থ বারের মত আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আইনজীবী আব্দুল হাই-১ এর সভাপতিত্বে ও সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. গোলাম নবী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী নওয়াব আলী খান, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী দিদারুল ইসলাম, আইনজীবী মোকাম্মেল হোসাইন, আইনজীবী খায়রুল ইসলাম, আইনজীবী মোবারক হোসেন, আইনজীবী দিলরুবা ইয়াসমিন, আইনজীবী মাহমুদুল হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
ওয়ারেছ আলী মামুনকে সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
