ইসলামপুরে টানা বৃষ্টিতে সড়ক ভেঙে ভোগান্তিতে এলাকাবাসী

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে হরিণধরা ডিগ্রীর সড়কটি টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভেঙে পড়েছে। ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহন এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়ক ভেঙে যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘসময় জমে থাকে। ফলে মাটি দেবে গিয়ে সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এতে গাড়ি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও ভোগান্তি চরমে উঠেছে।
একজন স্থানীয় কৃষক বলেন, “আমাদের মাঠের ফসল বাজারে নিতে পারছি না। ভাঙা সড়ক দিয়ে গাড়ি তো চলছেই না, হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে।” অন্যদিকে স্কুলগামী এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। হাঁটার সময় কাদায় জুতা আটকে যায়। এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে আমাদের ভোগান্তি কমে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা সম্ভব হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, টানা বর্ষণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত সড়ক উপজেলা নির্বাহী অফিসার মহেদয়কে নিয়ে পরিদর্শন করে তালিকা করা হচ্ছে। অতি দ্রুত সংস্কারকাজ শুরু হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন সড়কটিতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি, টানা বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে গেছে। এ কারণে স্থানীয় জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হবে এবং স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করতে পারবো।