জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা

oplus_0

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং-বি-১৮৮৬ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে শহরের পুরাতন ওয়াপদা অফিস প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা শেখ আব্দুস সোবহান বলেন, হাঁটি হাঁটি পা পা করে আজকে এই বিদ্যুৎ বিভাগে বিহৎ সংগঠনটি গঠন করা হয়। আজকে আমরা জামালপুরে যে কমিটি গঠন করেছি সেই কমিটিতে যারা এসেছে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। তারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। আপনারা সবাই বলেছেন আমাদের সাইদুর ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে দীর্ঘদিন গুম করে রেখে আদালতে প্রেরণ করে। এসব করেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বিদ্যুৎ বিভাগকে জিম্মি করে বিদ্যুৎ বিভাগ থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। এই সংগঠনের সদস্য যারা বিগত সরকারের শাসন আমলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাদের ওপর ফ্যাসিবাদের দোসররা স্টিম রোলার চালিয়েছে। আপনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্রের ধারা সুচিত হয়েছে। শেখ আব্দুস সোবহান বলেন, আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা এত নির্যাতনের মধ্যে দিয়েও আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। যে লক্ষ্য নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছিল। সেই লক্ষ্য গুলো ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার ধূলিসাৎ করে দিয়েছে। আবার সময় এসেছে সেই লক্ষ্য গুলো বাস্তবায়ন করতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. সেকান্দর আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ খান প্রমুখ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক। পরিচিতি সভা শেষে বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল আজাদ রুবেলকে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরিচিতি সভায় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।