অধিকার রক্ষায় শেরপুরে মানববন্ধন ও শোভাযাত্রা

শেরপুর সংবাদদাতা : অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণতন্ত্র, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেয়ার দাবিতে শেরপুরে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। ধরা’র শেরপুর জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইন্ -এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষায় সময় বৃষ্টি নেই, শীতের সময় শীত নেই সময়ে-অসময়ে জলবায়ুর এমন পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে ধনী দেশ ও ধণিক শ্রেণির মানুষ। তাই ধনী দেশগুলোকেই গরীব দেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ এটি কোনো ধরনের করুণা নয়, অধিকার। শাইন্, ভয়েজ অব পওর পিপল, আজকের তারুণ্য, এপেক্স ক্লাব অব শেরপুর এবং শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক তপন সারওয়ার, নাগরিক উদ্যোগের আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. মমিনুল ইসলাম, সাংবাদিক উমর ফারুক সেলিম, আজকের তারুণ্যের রবিউল ইসলাম রতন প্রমুখ।