নিজস্ব সংবাদদাতা ; নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গনঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধা থেকে রাত ৯টা অব্দি গণঅধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বিভিন্ন শ্রেনির পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে নলকুড়ি বাজার এলাকা।
মেলান্দহ উপজেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।
পথসভায় লিটন মিয়া বলেন, অনেক তো দল দেখেছেন, অনেকেকে সুযোগ দিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালোবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।
সভাপতির বক্তব্যে মেলান্দহ উপজেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। এমন কাউকে ভোট দেবেন না, যার কাছে যেতে ভয় বা সংকোচ হয়। বরং যিনি আপনাদের দোরগোড়ায় এসে খোঁজখবর নেবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন, তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন। আমরা আপনাদের দোয়া চাই।
এছাড়াও উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আলম, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরনবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী নুরনবী ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।
পথসভায় বক্তারা গণঅধিকার পরিষদের ঘোষিত অঙ্গীকার জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষাই তাদের রাজনীতির মূলমন্ত্র। পরে গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু’র সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে পথসভা শেষ হয়।
মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা
