নিজস্ব সংবাদদাতা : “মাদককে না বলুন, সুস্থ্য সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সরকারি আশেক মাহমুদ কলেজের সার্বিক সহযোগিতায় জামালপুরে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের স্টাফ হল রুমে জেলা প্রশাসক এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, শিক্ষা, আইসিটি ও উদ্যােক্তা প্রশিক্ষণ আরো বাড়ানো দরকার। সরকার এই বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে। বাড়ানোর চেষ্টায় আমরাও আন্তরিক আছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানো হলে শিক্ষার্থীরা ইতিবাচক কর্মকাণ্ডে অধিকতর সম্পৃক্ত হবে। আপনারা দেখেছেন জুলাই তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী আল আমিন রুহানি ও শামসুদ্দিন সোলাইমান প্রমুখ। এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বিএনসিসি, রবার্ট স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।
জামালপুরে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
