আসমাউল আসিফ : জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে সংগঠনটির নতুন এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রক্তের বন্ধন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, সাবেক সভাপতি আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ বলেন, পড়াশোনার পাশাপাশি রক্তদানের মত মহান কাজে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা যেভাবে নিজেদেরকে নিবেদন করেছে তা অত্যন্ত গর্বের। দীর্ঘদিন পরে হলেও রক্তের বন্ধনের এই কার্যালয় উদ্বোধন সংগঠনকে আরও গতিশীল করবে। এই কার্যালয়টি মানবসেবার বাতিঘরে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খাজা মোঃ জিয়াউল হক, রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাকের আহমদ চৌধুরী, উপদেষ্টা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল আলম লুইপা, উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, রক্তের বন্ধনের দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফি, কোষাধ্যক্ষ রাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল আহমেদ, মোঃ মতিন, মারুফ হাসান, রক্তের বন্ধন ইসলামপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার হটলাইন পরিচালনা উপ কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম, ইমরান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রথমবারের মত নিজেদের কার্যালয় পেয়ে বেশ উচ্ছসিত রক্তের বন্ধনের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।
উল্লেখ্য, ২০১১ সালের ২৮ জানুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত সংগঠনের সদস্যরা ১৫ হাজার ব্যাগের অধিক রক্তদান করেছেন। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ছাড়াও ৪টি শাখা রয়েছে।
রক্তের বন্ধনের কার্যালয় মানবসেবার বাতিঘর হবে- কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ
