রৌমারীতে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীর মানববন্ধন

রৌমারী সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী বন্দবেড় ইউনিয়নের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: আউয়াল কর্তৃক ছাত্রী নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে শিক্ষার্থীর এক মানববন্ধন হয়। শিক্ষক ও এলাকাবাসীর বক্তব্য, প্রাইভেট পড়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগে মানববন্ধন। গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টারদিকে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আউয়াল স্যার ক্লাসে কিল ঘুষি মারে, তিনি অংক করার কথা বলে, চেয়ারে বসে ঘুমায় এবং ছাত্রীদের ভাবি বলে সম্বন্ধন করেন। এমন শিক্ষককে আমরা চাইনা। শিক্ষার্থী নির্যাতনে, তার বিচার চাই। এলাকাবাসীর মধ্যে সাইফুল ইসলাম, মাইদুল ইসলাম, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম আজিবর মুন্সিসহ অনেকেই বলেন, ওই স্কুলের সহকারী শিক্ষক নুুর মোহাম্মদ মোল্লা ও ইসরাত জাহান তারা স্বামী স্ত্রী। তাদের সাথে প্রাইভেট পড়াকে কেন্দ্র করে আউয়াল মাষ্টারের সাথে মনমালিন্য। এটাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে স্কুল বন্ধের পর মোল্লা মাষ্টারের প্রাইভেট শিক্ষার্থী দিয়ে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্হা নয়া উচিত। স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর, আলমাছ জানান, সহকারী শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও ইসরাত জাহানের সাথে মনোমালিন্য। তারা মিথ্যা অভিযোগে আউয়াল স্যারকে জরাচ্ছে। অন্যান্য শিক্ষক লাল মিয়া, সিরাজুম মনিরা, শহিদা খাতুন ও বিজলী আকতারকে মানববন্ধন বিষয়ে জিজ্ঞাস করলে তারা জানান, এবিষয়ে কিছুই জানিনা। স্কুল ছুটির পর আমরা সবাই বাড়িতে গেছি। প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে ইউএনও স্যারকে দেয়া অভিযোগ ও স্কুল ছুটির পর, স্কুলের সামনে শিক্ষার্থীদেরকে নিয়ে মানববন্ধন করেছে তা কিছুই জানি না। তবে এমন সেচ্ছাচারিতার ঘটনায় উপজেলা শিক্ষা অফিস বরাবরে লিখিত ভাবে জানিয়েছি। এঘটনার বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল বলেন, স্কুল ছুটির পর, শিক্ষার্থীদেরকে নিয়ে মানববন্ধন করার নিয়ম নেই। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান লিখিতভাবে জানিয়েছে। তা তদন্ত করে দেখা হবে।