খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১ বছর মেয়াদী এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের ভর্তি চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ভর্তিচ্ছুকদের প্রতিষ্ঠানে ভীর লক্ষ করা যাচ্ছে। দেশে এবং বিশ^ব্যাপী কারিগরি শিক্ষার কদর ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভর্তিচ্ছুকদের আগ্রহ বৃদ্ধির অন্যতম কারণ বলে অভিজ্ঞ মহলের অভিমত। জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সরকারি একেএম কলেজ রোডস্থ প্রফেশনাল টেকনিক্যাল অব মডার্ন ইনস্টিটিউট (পিটিএমআই) প্রতিষ্ঠান থেকে চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও কম্পিউটার টেকনোলজি বিষয়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ আনন্দমুখর পরিবেশে স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানে জানুয়ারী-ডিসেম্বর ২০২৬ সেশনে ফাইন আর্টস (চারু ও কারু কলা), ফিজিক্যাল এডুকেশন (শারীরিক শিক্ষা) ও কম্পিউটার টেকনোলজি (আইসিটি) বিষয়ে এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
দেওয়ানগঞ্জে ১ বছর মেয়াদী এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের চাহিদা শিক্ষার্থীদের কাছে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে
