আসমাউল আসিফ : জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ৩০ সেপ্টেম্বের রাতে উপজেলার বগুলেরঘর এলাকায় মৃত আব্দুর রহমানের ছেলে চটকু মিয়ার (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।
চটকু মিয়া অভিযোগ করে বলেন, ৪৫ বছর আগে তার প্রতিবেশি শুকুর আলীর ছেলে মামরুল মিয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকায় সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু জমির দখল বুঝে নিতে গেলে বাধা দেয় মামরুল মিয়া। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তখন মামরুল মিয়া তার বাড়িঘর আগুনে পুুড়িয়ে দিবে বলে হুমকি দেয়। সেই আক্রোসে গতকাল রাত ১২টার দিকে ওই এলাকার শুকুর আলীর ছেলে মামরুল (৪০) তার সহযোগী মতি মিয়ার ছেলে নহিদ (১৯), আবুল হাশেমের ছেলে রফিকুল (৪২), সালামের ছেলে ফারুক (৩০) গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। এতে করে তার গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি গোয়াল ঘরে থাকা তিনটি গরু, তিনটি ছাগল ও বেশকিছু হাঁস মুরগি আহত হয়।
এ ঘটনায় অভিযুক্ত রফিকুল বলেন, আমি গতরাতে আমার শশুর বাড়ি ছিলাম। আজ সকালে শশুর বাড়ি থেকে আসার পর আমার স্ত্রীর কাছে শুনি তাদের গোয়াল ঘরে আগুন লেগেছিলো। গোয়াল ঘরে প্রথমে মশার কয়েল থেকে মশারিতে আগুন লাগে, পড়ে পুরো গোয়াল ঘরই আগুনে পুড়ে যায়।
এ ব্যাপারে অন্যান্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগের অভিযোগ
