মেলান্দহের ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (0, 2); aec_lux: 213.91483; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;

মো.জুলফিকার আলম : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা গত ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটি এর আয়োজন করে। অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন তুহিন। প্রাক্তন ছাত্র ও ঢাকাস্থ কমিটির আহবায়ক মো. এনামুল হক কাজল ও মো. সুলতান আহম্মেদের পরিচালনায় পরমর্শ ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. সোলায়মান আলী, মো. মফিজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল কাদের, ফজলুল হক,মো. জাকির হোসেন, এড.খায়রুল ইসলাম, মো. সেলিম খান, মো. আশরাফুল গনি, জোবাইর হোসেন, রেজাউল করিম আনন্দ, আব্দুল্লাহ আল মামুন, হারুন রশিদ, শাহ আলম কাজল, একে এম জাকির হোসেন, জেসমিন আক্তার, নুর নবী, রেজাউল করিম, জিয়াউল হক শাহিন, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, শহিল্লাহ, মামুনুর রশিদ, জহুরুল ইসলাম, শাহজাহান কবির, আহমদ হাসান, সুজন মিয়া, মাহমুদুল হাসান শাহিন, রাকিবুল হাসান প্রমুখ।