একটি প্রশংনীয় উদ্যোগ বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফার ব্যক্তিগত অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি মধ্যপাড়া গ্রামে শহীদ হাসেম সড়কে ঐ কাজের উদ্বোধন করেন, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা মোঃ মুছা আলম, সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলী, যুবদল নেতা সহিদ, আলহাজ¦ মোঃ আবুল কালাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দা ইছাহক আলী, সেলিম মিয়া, জামাল, হাসমত আলী, ইউনুছ আলী, মুল্লুক মিয়া, মনির হোসেন, রানা, লিটন সহ অনেকই এ সাংবাদিককে জানান, দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া প্রধান সড়কের মধ্য পোল্যাকান্দি গ্রাম থেকে শহীদ হাসেম সড়কটি পশ্চিম ও উত্তর প্রান্তে প্রবেশ করেছে। ঐ পথে প্রতিদিন পোল্যাকান্দি, চর পোল্যাকান্দি, ফারাজীপাড়া, নয়াগ্রাম, গমের চর, সর্দারপাড়া সহ অনেক গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। সড়কটির বেহাল অবস্থার কারণে কষ্ট ভোগ করে আসছে এ জনপদের মানুষ। বিশেষ করে, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আসা যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষি পন্য আনা নেওয়ার ক্ষেত্রে দারুন ভোগান্তি মানুষের। এ এলাকায় পোল্যাকান্দি হাইস্কুল, রহমানিয়া দাখিল মাদ্রাসা, পোল্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোল্যাকান্দি ব্রীজ বাজার, জাম্বিল বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াতে দীর্ঘদিন ধরে মানুষের অসুবিধা চলে আসছে এ ভাঙা সড়কের কারণে। সড়কটি বৃষ্টিতে অর্ধেকের মতো ধ্বসে গেছে। এলাকাবাসী নিজ উদ্যোগে কোনো রকম রক্ষা করেছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে, পুরো সড়কটি ধ্বসে গিয়ে সম্পুর্ন রুপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সংস্কার দাবী জানালেও কার্যকর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। এ দিকে লক্ষ করেই পোল্যাকান্দি গ্রামের সমাজসেবক বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা এলাকার স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থে সড়কটি সংস্কারের কাজে হাত দিয়েছেন শুক্রবার থেকে। উদ্যোগটি স্থানীয় নানা মহলে প্রশংসিত হচ্ছে।