বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ

জুলফিকার আলম : শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। গত রোববার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শহরের পাঁচ রাস্তায় অবস্থিত উইজডম সেন্ট্রাল কলেজ মিলনায়তনে বেলা সাড়ে ৩ টার দিকে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জগলুল পাশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা ও জামালপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ও উইজডম সেন্ট্রাল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. মুজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যাপক মো. জুলফিকার আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজা জিয়াউল হক, সাবেক উপাধ্যক্ষ মো. মণিরুজ্জামান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শহর শাখার সভাপতি অধ্যাপক মো. সুলতান মাহমুদ খান, বিশেষ উপদেষ্টা এড. আব্দুল আওয়াল, অধ্যাপক মো. সুলতান মাহমুদ, মো. জিয়াউল কবির, আল ইমরান সুজন প্রমুখ।