দেওয়ানগঞ্জে আল্লামা তারেক মনোয়ারের তাফসীর মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাদাতা : জামালপপুরের দেওয়ানগঞ্জের চর মাগুরীহাট সমাজ কলজ্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল শনিবার অনুষ্ঠত হয়েছে। উক্ত তাফসীর মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমেদ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসমপ্ন আল্লামা তারেক মনোয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিলাতে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর হযরহ শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগ নস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণত সম্পাদক, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি ও দেওয়ানগঞ্জ ডি. ডি এফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বুলবুলসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।