পার্টনার-ডিএএম অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমিজামালপুরে তরুণ এবং নারী উদ্যোক্তার জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ১২দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

স্টাফ রির্পোটার : গতকাল ১২ অক্টোবার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক শেরপুর ও জামালপুর জেলার কৃষি ব্যবসায় ৫০ জন তরুণ এবং নারী উদ্যোক্তার অংশগ্রহণে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ১২দিন ব্যাপি প্রশিক্ষণ পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর। আরও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, জামালপুর মো: এনামুল হক, সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর এর ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক, মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, প্রশিক্ষক আসিফ রাজিন, পলি বেগম এবং আরেফিন নাহার ঝুমা। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে- খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির প্রস্তুতি।