নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ ¯œাতকোত্তর মাদ্রাসার নবগঠিত পরিচালনা পরিষদ বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত সভাপতি হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সভাকক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সহযোগি অধ্যাপক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন. পরিচালনা পরিষদের সহসভাপতি সিনিয়র সাংবাদিক ওবায়দুল্লাহ বাদল, মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মুছা, পৌর বিএনপির সধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদত বিন শোভন, ছাত্রদল নেতা সাইদ বিন আনোয়ার, গঠিত সদস্যদের মধ্যে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি মাদ্রাসায় পৌছিলে শিক্ষক শিক্ষার্থী নবগঠিত কমিটিদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন. মাদ্রাসায় কোন অনিয়ম দূর্নীতি চলবে না, প্রতিষ্ঠানটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে, শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়তে হবে।
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতিকে সংবর্ধনা
