জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এম.এফ.এ মাকাম : সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৩ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের সহ-সভাপতি সাবেক যুব প্রধান মাহাবুবুর রহমান জিলানী সহ আরো অনেকে। এ সময় বক্তারা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও ব্রজপাত বন্যাসহ নানা দুর্যোগে আতঙ্কিত না হয়ে দুর্যোগের মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সাহসিকতার সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।