জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলার গোপালপুর গরুহাটি এলাকায় দীর্ঘদিন ধরে চলা দেহ ব্যবসার আস্তানায় পুলিশের অভিযান চালিয়ে ছেলেও নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গত রোববার ১২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান পরিচালনা করে এ অভিযান পরিচালনা করে। স্থানীয়ভাবে পরিচিত সরদারনি জোবেদা খাতুনের ঘরে এ অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে জানা গেছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এই অভিযানে অংশগ্রহণ করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সরদারনি জোবেদা খাতুনের ঘরে দেহ ব্যবসা চলছে এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে এক নারী (লাকি ও জবেদা এবং আরও একজন পুরুষসহ মোট তিনজনকে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে আটক করে পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ, এই বাড়িটিকে কেন্দ্র করেই এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। প্রশাসনের একাধিকবার অভিযান চালালেও আবারও ঘুরে দাঁড়ায় এই চক্রটি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নরুন্দি তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে।নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান।এ বিষয়ে তিনি বলেন, “আমরা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করবো না। এলাকাবাসীর সহায়তায় সমাজকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”স্থানীয় সচেতন মহল এই ঘটনায় পুলিশের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জামালপুরে দেহ ব্যবসার আস্তানা থেকে দুই নারী এক পরুষসহ আটক-৩
