জেসমিন প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১৩অক্টোবর দিনব্যাপী মেলান্দহ উপজেলা মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে ফলন বৃদ্ধির উপর কৃষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের মধ্যে পরিবেশবান্ধব উপকরণ ও যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি এবং অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ রাশিদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের উপ-নির্বাহী পরিচালক ফাহাদ বিন ইবনে হুদা, মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পেট্রোকেম কোম্পানির প্রতিনিধি নুরুজ্জামান, কৃষি যান্ত্রিকরণ প্রতিষ্ঠানের মাহবুব ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি রকিব মাহবুব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য পরিবেশকে বাঁচিয়ে রেখে কৃষকের আয় বাড়ানোই টেকসই উন্নয়নের মূল কাজ হলো প্রযুক্তির সঠিক জ্ঞান দিয়ে কৃষকের মনে আস্থা তৈরি করা, যন্ত্রপাতি আর কৃষকের মধ্যে অংশীদারিত্ব গড়ে তুললে সবুজ উপকরণ সহজেই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব। আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি শ্রমিকের ঘাটতিও মিটবে, জৈব বালাইনাশক ও ফেরোমোন ফাঁদের মতো সবুজ উপকরণের কার্যকারিতা তুলে ধরেন।এসময় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।