জামালপুরে পুলিশের অভিযানে মাদক ও জুয়ারুসহ আটক-৯

নরুন্দি সংবাদদাতা : জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের আশপাশে এলাকায় এবং ব্রহ্মোত্তর এলাকায় সহ গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে পাঁচ জুয়ারি ও ৩ মাদক কারবারি সহ আটক করেছে ৯জন কে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনাটি ঘটে ১২ই অক্টোবর, রবিবার রাতে। পুলিশের একটি টিম ব্রহ্মোত্তর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়, যেখানে স্থানীয় জিয়াউল ও ফারুকের নেতৃত্বে লোকমান চান মিয়া এবং লোকমান হোসেন দলবদ্ধভাবে মিলে গোপনে জুয়ার আসর বসিয়েছিল বলে জানা গেছে। এবং আশপাশে এলাকা হইতে মাদক ব্যবসায়ী সহ আরো তিনজনকে আটক করে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় গোপনে জুয়া খেলার মতো ও মাদক সহ অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযোগ রয়েছে মাদকের নেশায় সর্বস্বান্ত হয়ে যাচ্ছে কচিকাঁচা শিশু যুবসমাজ এবং জুয়ার কারণে অনেকেই পরিবার-পরিজনদের অবহেলা করে দিনশেষে উপার্জনের টাকা দিয়ে জুয়ার আসরে অংশ নিচ্ছেন। এমনই একজন হলেন ফারুক, যিনি সারাদিন ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে রাতে আধারে জুয়ার আসরে মেতে উঠেন।
এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান জানান, “আমাদের ৪টি ইউনিয়নে আশপাশে এলাকায় কোনো মাদক, জুয়া কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক এবং জুয়ার পুলিশের অভিযান চলমান থাকবে। পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে, যাতে অপরাধমূলক কার্যকলাপ দমন করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ চাচ্ছিলেন। এবার পুলিশের তৎপরতায় তারা আশাবাদী যে ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে।