খাদেমুল ইসলাম : “আপনার চোখ কে ভালো রাখুন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে দৃষ্টি দিবস ২০২৫ পালিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকালে দেওয়ানগঞ্জ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে দেওয়ানগঞ্জ ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের এ ও টি দিগন্ত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিএম সালমান হোসেন নিরব আকন্দের সঞ্চালনায় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে,এম খোরশেদ আলম ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান আলামিন হাসান, বিশিষ্ট সমাজসেবি আশেকা আক্তার রেমি, প্রদীপন সংস্থার ম্যানেজার শাহীন, সৈয়দ নাসরীন আক্তার, আসমা, জেসমিন, হালিমা, নিসাত সুলতানা, চায়না খাতুন, ওসমান গাজী, আঃ মান্নান, মোঃ আল আমিন, হাবিজুর রহমান হাবীব সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দৃষ্টি দিবস পালিত
