ঝিনাইগাতী মহারশি নদীর নাব্যতা হারিয়ে দখল ও আবর্জনায় স্তুপে পরিণত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদীর নাব্যতা হারিয়ে দখল ও আবর্জনায় স্তুপে পরিণত হয়ে নদীটি নিচিহ্ন হতে বসেছে। যার ফলে বর্ষা মৌসুমে বিগত তিন বছর থেকে বার বার ভয়াবহ রাক্ষসী বন্যায় মানুষের ভিটেমাটি গ্রাস করে নিচ্ছে। মহরশি নদীর স্্েরাতের পানিতে এক সময় নৌকা ও ট্রলারের মাঝিরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে নদীর তীরবর্তী এলাকায় স্থানে মালামাল আনয়ন করতে দেখা গেছে। আজ কালের পরিবর্তে নদীর জায়গা মাটি ভরাট ও আবজর্নার স্তুপ তৈরী করে দখল করে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। ফলে বর্ষার মৌসুমে নদীর পানি নিস্কাশন না করতে পেরে নদীর মাটির বাধঁ ভেঙে পানি প্রবেশ করে শত শত হেক্টর আবাদি জমি,জানমাল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। মহারশি সেতুর উত্তর ও দক্ষিণে নদীর অর্ধৈক জায়গা ভরাট হয়েছে। ফলে নদীর পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার ফলে বার বার বন্যার কবলে পড়তে হচ্ছে উপজেলাবাসীর। ভুক্তভোগীরা জানান নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্যে নদী খনন ,দখলমুক্ত, আবর্জনা ফেলা বন্ধ করে স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ করে সঠিক ভাবে নদীর পানি নিস্কাশনের ব্যবস্থা করা হলে জনসাধারণ বন্যার কবল থেকে রক্ষা পেতে পারে। এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, জেলার সভায় এ নিয়ে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করবে। নদীটির দখল মুক্ত করতে উপর মহলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।