মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের শোক

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।

বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন- রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মর্মাহত। নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

তিনি বলেন, আমাদের অবশ্যই কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নিয়ম মেনে কর্মস্থল পরিচালনার আহ্বান জানিয়েছেন খোরশেদ আলম। যেন এভাবে দুর্ঘটনায় আর কারও মৃত্যু না হয়।

খোরশেদ আলম আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং স্বচ্ছ পদক্ষেপের মাধ্যমে তদন্ত করতে হবে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে হবে। হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।