বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারিকুল ইসলাম তারা : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামের রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গতকাল বুধবার ১৫ অক্টোবর সকাল ১১টায় রাজিবপুর বাজারের থানা মোড় এলাকা থেকে রাজিবপুর উপজেলা বেসরকারি শিক্ষক–কর্মচারী সমিতির ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রসিদ মণ্ডল। এসময় বক্তব্য রাখেন জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু, রাজিবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, সহকারী শিক্ষক আজিজুর রহমান মাস্টার, সহ রাজিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থার এক বড় অংশকে বহন করছে, অথচ এখানকার শিক্ষক–কর্মচারীরা অবহেলিত। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার দাবি।”
তাঁরা আরও বলেন, “রাজপথে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও দমননীতি গণতান্ত্রিক সমাজে এক নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনা। সরকার অবিলম্বে শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
বক্তারা সতর্ক করে বলেন, “দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে রাজিবপুর উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শতাধিক শিক্ষক–কর্মচারী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে তারা পুনরায় একতা ও আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।