স্টাফ রিপোর্টার : হাত ধোয়ায় নায়ক হোন প্রতিপাদকে সামনে রেখে জামালপুরের বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য অফিসের আয়োজনে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় জেলা জনসাস্থ্য অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফছানা তাসলিম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা হাত ধোয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে রোগ থেকে মুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
