দেওয়ানগঞ্জে বীর হলকা উচ্চ বিদ্যালয়টি নানাবিধ সমস্যার আবর্তে হাবুডুবু খাচ্ছে

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয়টি নানা সমস্যার আবর্তে হাবুডুবু খাচ্ছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের শিক্ষক সংখ্যা ১৪ এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫১৬ জন। বীর হলকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার এনামুল হক, প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এ সাংবাদিককে জানান, মহান মুক্তিযুদ্ধ কালে প্রতিষ্ঠিত বীর হলকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ করা খুবই প্রয়োজন। ভবন নির্মাণ, মাঠ সংস্কার, ডিজিটাল ল্যাব সহ অন্যান্য চাহিদা রয়েছে এ স্কুলে। বিশেষ করে স্কুল মাঠ ভরাট করণ না হওয়ায় এ মাঠে এসেম্বলি, খেলাধূলা, ছাত্র শিক্ষকদের বিচরন এবং কোনো সভা সেমিনার এমন কি জাতীয় প্রোগ্রাম করতে দারুন অসুবিধার সৃষ্টি হয় সামান্য বৃষ্টি হলেই। বাউন্ডারী ওয়াল না থাকার কারণে স্কুলের পশ্চিম পাশের কোনো জানালা খোলা যায়না, স্কুলের পশ্চিম পাশর্^ ঘেষে নদী ভাঙা মানুষের বাড়ী ঘর ও দোকান পাট গড়ার কারণে স্কুলের পশ্চিম পাশের কোনো জানালা খোলা না যাওযায় স্কুল গৃহে কোনো আলো বাতাস ঢুকতে পারে না। প্রচন্ড গরমে শিক্ষক, শিক্ষার্থীরা হিমশিম খায়। ১৫ অক্টোবর বুধবার এ সাংবাদিক বীর হলকা উচ্চ বিদ্যালয়ে গমন করলে এসএমসি সভাপতি, প্রধান শিক্ষক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সাহিদা আক্তার, এসএম কিবরিয়া, খন্দকার আবু নোমান, মাহমুদা আক্তার, রোজিনা আক্তার, রোমানুর রহমান, সাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদ হাসান সহ অন্যান্যরা। তারা সকলে স্কুলের উল্লেখিত সমস্যাদি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।