লিয়াকত হোসাইন লায়ন : ব্রাক সেন্ট্রাল ২ ডিভিশনের বকশীগঞ্জ রিজন এর জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে নতুন শাখা উদ্বোধন ও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর মন্নিয়ার চর বাজারে নতুন শাখা অফিস উদ্বোধন শেষে প্রান্তিক জনগোষ্ঠীর চোখের চিকিৎসায় ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার আরিফুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম। এছাড়াও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ইউপি সদস্য বেলাল হোসেন, মন্নিয়ার চর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুল ইসলাম,ব্র্যাকের ইসলামপুর এলাকা ব্যবস্থাপক কাজুলি খাতুন,মন্নিয়ার চর ব্র্যাঞ্চ ম্যানেজার শরিফুল ইসলাম,গুঠাইল বাজার শাখা ব্যবস্থাপক নিপু শাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা নিতে আসা ২৪১ জন রোগীর মধ্যে ১২৫ জনকে বিনামূল্যে চশমা বিতরণ ও ৪১ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়। দূর্গম চরাঞ্চলে ব্র্যাকের এ ধরনের চিকিৎসা সেবা প্রদান করায় এলাকাবাসী ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সেবা প্রদান অব্যহত রাখার অনুরোধ জানান।
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে ব্রাকের নতুন শাখা উদ্বোধন ও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
