জামালপুরে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার মান্নোয়নে অভিভাবক সমাবেশ

জুয়েল রানা : বাবা -মা,শিক্ষক আর সন্তান, এই ত্রয়ী সম্পর্কই শিক্ষার আসল ভিত্তি এই শ্লোগান কে সামনে রেখে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার মান্নোয়নে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সাবেরা ইয়াসমিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিমান বাহিনীর অবসর প্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মো: শফিকুল ইসলাম পিএসপি, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ মো: জোলফোক্কার রহমান শাহীন, অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, নির্বাহী অধ্যক্ষ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর মো: মাসুকুর রহমান হিমেল, উপাধ্যক্ষ মো: মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো: হুমায়ুন কবির, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও মত বিনিময় আয়োজক কমিটির আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় শাখার প্রধান শিক্ষক সালমা আক্তার, সদস্য সচিব এস.এফ.এম রোকনুজ্জামান প্রমুখ।
অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং শিক্ষার মান্নোয়নে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষকদের প্রতি তথ্য প্রযুক্তির এই সময়ে আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার আহবান জানানো হয়। এসময় অভিভাবক’রা তাদের কোমলমতি সন্তানদের আগামী দিনের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে শতভাগ বাস্তবমুখী শিক্ষা প্রদানের জন্য জোর সুপারিশ করেন ।