জিলবাংলা চিনিকল লিমিটেডে ৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন মিলের এমডি

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকল লিমিটেডে ৫ দিন মেয়াদী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, প্রধান অতিথি জিলবাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ তরিকুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, মিলের মহা-ব্যবস্থাপক (ফ্যাক্টরি), মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান, মিলের ব্যবস্থাপক (পার্সোনেল) রেজুয়ান জেবুন সহ অন্যান্য। ৫ দিন মেয়াদী প্রশিক্ষণে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। রোববার সকালে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের সহযোগিতায় ও শ্রমিক কল্যাণ কেন্দ্র শরিষাবাড়ী জামালপুরের আয়োজনে মিলের ট্রেনিং কমপ্লেক্সে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন, ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক্ষ এডভোকেট মোঃ গোলাম সারোয়ার রহমান, জনসংখ্যা ও পরিবার কমর্ককর্তা, শ্রম কল্যাণ কেন্দ্র শরিষাবাড়ী জামালপুরের কোর্স সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম ও শ্রম কল্যাণ সংগঠক শ্রম কল্যাণ কেন্দ্র সরিষাবাড়ী জামালপুরের সংগঠক কাজী মাজহারুল আনোয়ার। ৫ দিন মেয়াদী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স চলবে ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।