ঝিনাইগাতীতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার সকালে উপজেলার হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ সভা চলে। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে অবৈধ বালু বন্ধ ও মাদকের অভিযান অব্যাহত, যানজট নিরসন ও চোরাকারবারি.চাঁদাবাজি দমন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সাহা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, এস আই হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, আতাউর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, বিজিবি কোম্পানী কমান্ডার আক্তার হোসেন ও সাংবাদিক গোলাম রব্বানী-টিটু সহ কমিটির অন্যান্য সদস্যরা। অপরদিকে সভা শেষে একই দিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা, উপজেলা নারী/শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রতি কমিটির সভা ইউএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।