খাদেমুল ইসলামম : কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) জামালপুরের দেওয়ানগঞ্জে লিগ্যাল এইড কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ২৩ অক্টোবর বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে লিগ্যাল এইড কমিটির এ সভার আয়োজন করে, ইকো সোশ্যাল ডেভেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল বারীর সঞ্চালনায় এবং প্রজেক্ট অফিসার শাহানা পারভীনের তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আহসানুল হক, সমাজসেবা অফিসার, একাডেমিক সুপার ভাইজার সজল ভদ্র, ইউসি জাকিয়া সুলতানা, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য। বক্তাগণ লিগ্যাল এইড কমিটির কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদ্যোগে লিগ্যাল এইড কমিটির সভা
