ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর রাস্তার অনুমোদন হওয়ায় এলাকাবাসী খুশি

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ভূমি অফিস ও মসজিদ রোড মোড় হতে ধানহাটি মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা নিয়ে এ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশের পর রাস্তার অনুমোদন হওয়ার ফলে এলাকাবাসী খুশি। জানা গেছে ১৯৮৪ সালে উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ইটের সলিং দিয়ে এ রাস্তাটির কাজ হয়। এর পর থেকে দায়সারা ভাবে একবার মেরামত করে রাস্তাটির আরো বেহাল দশায় পরিণত হয়। যার ফলে ব্যাপক জন দূর্ভোগের সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সংবাদ প্রকাশের পর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ১৪৩১ সালে হাটবাজারের ইজারার খাত থেকে ১০ পার্সেন্ট হাড়ে ১৬ লাখ ৯০ হাজার টাকা রাস্তাটির জন্যে বরাদ্ধ করা হয় টেন্ডারের মাধ্যমে তা বাস্তবায়ন হবে। এই খবর শুনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসীরা জানান আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট শিকার করেছি আজ রাস্তাটির অনুমোদন হওয়ার ফলে উপজেলা প্রশাসন ও ইউএনওকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, রাস্তাটি সভায় অনুমোদন করা হয়েছে অতি শীঘ্রই টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। এ ছাড়াও বাজারের ময়লা অবর্জনা পরিস্কারের জন্যে ২টি ট্রলি গাড়ি ক্রয় করা হবে বলে জানান।