খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের বাক প্রতিবন্ধী রবিউল হক বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়ায় স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশীয় ফুটবল প্রতিযোগিতায়। রবিউল জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। সে একজন বাক প্রতিবন্ধী। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) একজন মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়াবিদ। ইতিপূর্বে সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। রোববার রবিউল হক দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সাথে দেখা করে দোআ চান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যান আর্শিবাদ নিতে। এ সময় ইউএনও মোঃ আতাউর রহমান ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন ও আর্শিবাদ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) এর প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, রবিউলের মা সহ শিক্ষকবৃন্দ। গত ২৭ অক্টোবর রোববার রবিউল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী)’র প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এ সাংবাদিককে জানান, রবিউল আমার স্কুলের একজন কৃতি ক্রীড়াবিদ ও শিক্ষার্থী। ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সে স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫ ইন্দোনেশিয়ায় অংশ নিবে। তিনি আরো জানান, ৩০ সদস্যের পৃথক পুরুষ ও মহিলা দল ঐ প্রতিযোগিতায় অংশ নিবে। রবিউল বাংলাদেশ দলের হয়ে বিদেশে খেলতে যাবে এ আমাদের গর্ব। স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশীয় ফুটবল ২০২৫ এ অংশগ্রহণের লক্ষে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ফুটবল দলের ট্রেনিং ক্যাম্পে নির্বাচিতদের অংশগ্রহণ ও পার্সপোট জমা দানের নির্দেশনা পেয়েছেন রবিউল হক। এব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করেছেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। বাক প্রতিবন্ধী পিতৃহারা রবিউল হক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দলের একজন গর্বিত সদস্য হিসেবে যোগ দিতে যাওয়ায় স্থানীয় নানা মহলে প্রশংসিত হচ্ছেন।
দেওয়ানগঞ্জের বাক প্রতিবন্ধী রবিউল বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়ায় স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশীয় ফুটবল প্রতিযোগিতায়
