টানা দুই হারে এএফসি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস টানা দ্বিতীয় ম্যাচ হারল। আজ লেবাননের ক্লাব আল আনসার এফসি তাদের এএফসি চ্যালেঞ্জ লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে পরাজিত করেছে। কিংসের মতো তারাও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। লেবাননের ক্লাব জয়ের ধারায় ফিরলেও বসুন্ধরা কিংস টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে আছে। 

ম্যাচ হারলেও শুরুটা ভালো করেছিল বসুন্ধরা কিংস। আল নাসরের রক্ষণভাগের ভুলে বল পেয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল বক্সের বাইরে থেকে শট নিলেও বলটি ক্রসবারের অনেক উপর দিয়ে যায়। বাংলাদেশের ক্লাবটি দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। সানডে ইমানুয়েলের দারুণ থ্রু পাসে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টন বল পেয়েছিলেন, কিন্তু তার নিচু শটটি ঠেকিয়ে দেন নাসরের গোলরক্ষক নাজিহ আসাদ।

এর চার মিনিট পর নাসার পাল্টা আক্রমণে ওঠে। মাজেদ ওসমান টানা দুটি সুযোগ নষ্ট করেন। বসুন্ধরা কিংসের গতি থেমে গেলে আল নাসরও আগ্রাসী হয়। ওসমান ও আলি দু’জনই বক্সের বাইরে থেকে শট নিলেও গোল পাননি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৩তম মিনিটে) লেবাননের ক্লাবটি লিড নেয়। মোহাম্মদের সেট-পিস থেকে করা ক্রসে মাথা ছুঁইয়ে আবুবকর আকুকি সুন্দর হেডে গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে আল আনসার পেনাল্টি পায়। কিংসের ইমানুয়েল ফাউল করেন মোহাম্মদকে। কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চমৎকারভাবে ডান দিকে ঝাপিয়ে পড়ে গোল সেভ করেন। ১০ মিনিট পর কিংসের জালে বল পাঠায় আল নাসর। কিন্তু বক্সের মধ্যে বল রিসিভের সময় হাতে লাগায় রেফারি গোল বাতিল করেন।

৭৩তম মিনিটে আবারও বক্সে ফাউল করেন এমানুয়েল। এইবার হিশেম খালফাল্লাহ স্পট কিক থেকে গোল করে লিড দ্বিগুণ করেন।

ইনজুরি টাইমে হেবুস অসাধারণভাবে গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করলে নাসরের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়। আগামী শুক্রবার আল নাসর মুখোমুখি হবে ওমানের আল সিব ক্লাবের আর বসুন্ধরা কিংস খেলবে স্বাগতিক কুয়েত এসসির বিপক্ষে।