টাঙ্গাইলে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি : যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌরসহ তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
গতকাল মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করেন তারা।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি এম আজিজুর রহমান, সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী,উপজেলা যুব দলের আহবায়ক আলী আল শাফি রিমু, সদস্য সচিব ফেরদৌস ফকির রতন, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটনসহ যুব দল সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।