ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। এ দায়িত্বের পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছিল সরকার।
 
				
 
		 
		 
		