ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরর্দী দুই উপজেলা নিয়ে শেরপুর তিন আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল প্রবেশ করেছেন। তিনি গারো পাহাড়ে হাতি ও মানুষের যুদ্ধ বন্ধ করতে সার্চলাইট, হুইসেল, তৈল সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় অর্থ বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে তারেক জিয়ার সালাম পৌছে দিয়ে ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণকে আহবান রাখছেন। ক্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলায় মাহমুদুল হক রুবেল ও তার স্ত্রী ফরিদা হক দীপা মহিলা দলের আহবানে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে সকাল বিকাল উঠান বৈঠক করে নতুন প্রজন্মকে বিএনপির আদর্শ ও তারেক জিয়ার ৩১ দফা তুলে ধরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে নির্বাচনীর মাঠ চষে বেড়াচ্ছেন। মাহমুদুল হক রুবেল ইসলামি সভা, খেলাধুলা সহ গ্রামের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে ৩১ দফা তুলে ধরছেন। শেরপুর তিন আসনে বিএনপির তিনজন প্রার্থী থাকলেও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ব্যাতীত কারো নির্বাচনী প্রচার জোরে সোরে মাঠ পর্যায়ে দেখা যায়নি বলে সাধারণ ভোটারগণ জানিয়েছেন। তাদের প্রচার ও প্রার্থীতা ঘোষণা ফেসবুক ও ব্যানারের মধ্যে সিমাবদ্ধ রয়েছে। জনগণের দুয়ারে দুয়ারে হাজির হয়ে রুবেল গণসংযোগে এগিয়ে আছে বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন। এ ব্যাপারে মাহমুদুল হক রুবেল বলেন আমি দলের জন্যে ৩০ বছর থেকে কাজ করে যাচ্ছি। এখন দলের সিদ্বান্ত মোতাবেক তারেক জিয়ার ৩১ দফা ও বিএনপির আদর্শ নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাচ্ছি। মনোনয়ন যাকে দল দিবে তার কাজ কর্ম দেখেই দিবে। আমি বিএনপি করি দলের আদর্শ মানুষকে জানানো আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি বলে জানান।
শেরপুর তিন আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি- রুবেল
