নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে রেলওয়ে পুলিশের অভিযানে অনলাইন ভিত্তিক দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ২ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয় এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, মেলান্দহ পৌরসভার সাহাজাদপুর এলাকার প্রয়াত আব্দুল আজিজের ছেলে মোঃ তোতা মিয়া (৬০) ও একই পৌরসভার জালালপুর এলাকার চিকু শেখের ছেলে মোঃ জুয়েল মিয়া (৩০)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে মেলান্দহ স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। অভিযানে মো: তোতা মিয়া ও মো: জুয়েল মিয়াকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ও আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৬টি টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার দুই টিকিট কালোবাজারিরা পরিচিত লোকজনের মোবাইল নাম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে অগ্রীম ট্রেনের টিকেট সংগ্রহ করে রাখতো। পরে সংরক্ষণে রাখা টিকেটগুলো তারা দ্বিগুণ দামে বিক্রি করতো।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম এই প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। টিকিট কালোবাজির ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
মেলান্দহে চিহ্নিত দুই টিকিট কালোবাজারি গ্রেফতার
