শেরপুরে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিক্ষের হামলায় গুরুত্বর আহত পিপুল সরকার

শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন পিপুল সরকার (৩৮)। গত ৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় পিপুল সরকারকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় জড়িত সঞ্জয় সাহা বাবন ও প্রলয় সাহাকে আসামি করে ও অজ্ঞাতনামা আরো ২/৩ উল্লেখ করে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লার বাসিন্দা পিপুল সরকার বুধবার সকালে তার বাসা থেকে ৪ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা সাথে নিয়ে তার কর্মস্থল চাপাতলী সজন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে মাধবপুর বউবাজার এলাকায় পৌঁছা মাত্র পিপুল সরকারকে সঞ্জয় সাহা বাবন তাকে পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে আহত করে। এসময় তার সাথে থাকা ওই টাকাগুলি ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন। অপরদিকে এঘটনায় তার প্রতিপক্ষ সঞ্চয় সাহা বাবনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতা ও লেনদেন ঘটনা নিয়ে পিপুল সরকারের সাথে আজ বুধবার সকালে পাল্টা পাল্টি মারামারীর ঘটনা ঘটেছে। এসময় সে নিজেও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে জানান। তবে টাকা ছিনতাই করার কথা বলেছে তা আদৌ সত্য নয়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ আহত হয়েছে এবং সদর থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি এমনটাই জানান।